স্টাফ রিপোর্টার \ আজ সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেবেন দলের কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান। বিগত সরকারের সময়ে বারবার নির্যাতন, নিপিড়ন, জেল জুলুমের শিকার ডা: শফিকুর রহমান ইতিমধ্যে দেশবাসির কাছে মজলুম নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে জেলাব্যাপী সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। গতকাল রাতে তিনি সাতক্ষীরায় পৌঁছেছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে। আজ সকাল দশটায় মোসলেমা কিন্ডার গার্টেন এর রোকন সম্মেলনে প্রধান অতিথি থাকবেন এবং দুপুর দুইটায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।