স্টাফ রিপোর্টার \ ‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষ মেলা—২৪ সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৪টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করে জুই নার্সারীর মোঃ জামশেদ আলী, দ্বিতীয় স্থান অধিকার করে দি সাতক্ষীরা নার্সারীর মোঃ আব্দুল করিম ও তৃতীয় স্থান অধিকার করে জাহাঙ্গীর নার্সারীর আব্দুর রশিদ খাঁ। এছাড়াও মেলায় স্টল নেওয়া সকল নার্সারী কে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। মেলায় মোট ২৩টি স্টল স্থান পেয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন সংরক্ষক পিনাকী হালদার।