স্টাফ রিপোর্টার \ বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াত অন্যতম। এই জেলার মর্যাদা যেন আল্লাহ তায়ালা বৃদ্ধি করে দেন। তৎকালীন ক্ষমতাসীন দলের সাতক্ষীরা মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না। আমরা এমন ব্যবস্থা করবো যেখানে চাকরির জন্য ছাত্রদের বিক্ষোভ ও মিছিল করতে হবে না। যে শিক্ষা নিয়ে অনিয়ম, দুর্নীতি চলে সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আমরা এমন একটি দেশ পেয়েছি এখানে মাটির উপরে অফুরন্ত সম্পদ। এই সম্পদকে আমাদের দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। আমাদের জনগণকে জনশক্তিতে পরিণত করতে হবে। ইসলামের কঠিন সময়ে মহিলারাও সহযোগিতা করেছে। ইসলামের প্রতিপক্ষ আমাদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। কোন ধর্মের মানুষের উপরে জোর খাটানো যাবে না। কৃষক, শ্রমিক, দিনমুজুর যে যেমন তাকে তেমন মর্যাদা দেওয়া হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান গতকাল বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশকে যারা ভালোবাসে তারা কখনো পালায় না। আ’লীগ সরকার দীর্ঘদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা দেশের জনগণের বাক স্বাধীনতা হরণ করেছিল। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছিল। জালিমের জুলুমের শিকার হয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক। যারা আহত হয়েছে তাদের সুস্থতা দান করুক। বর্তমান বাংলাদেশ হবে শান্তীর, সমৃদ্ধির এবং মানবতার। জামায়াত ক্ষমতায় গেলে কারোর উপরে জুলুম করবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যদি দেশকে সুন্দরভাবে গড়তে চাই তবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, মাস্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা রেজাউল করিম, গাজী সুজায়াত আলিম, অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা ওসমান গনি, শিক্ষক নেতা এস এম আকবর হোসেন প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। এর পূর্বে সকাল ১০টায় জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।