শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

৪০ বছরে জিনিসের এত দাম দেয়নি যুক্তরাষ্ট্রের মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও সরবরাহ সংকটের কারণে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। মার্কিন কৃষি দফতরের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত গেল এক বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়েছে প্রায় সাত দশমিক নয় শতাংশ যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম। এতে ভোগান্তিতে পড়েছে দেশটির বাসিন্দারা। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। মার্কিন কৃষি দফতরের তথ্যমতে, ২০২২ সালের ফেব্র“য়ারি পর্যন্ত গেল এক বছরে দেশটিতে খাদ্যপণ্যের দাম প্রায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। শুধু তাই নয়, চলতি বছর এই হার চার দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়। তবে রেস্টুরেন্টের খাদ্যের ক্ষেত্রে পাচ দশমিক পাচ শতাংশ থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়, গত এক বছরে যেসব খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে গরুর মাংস, শূকরের মাংস, ডিম, চিনি, মিষ্টি ছাড়াও বেকারির পণ্য অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক বছর ধরে ক্রমাগত মূল্যস্ফীতি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে দায়ী রাশিয়া-ইউক্রেন সা¤প্রতিক সংঘাত। বিশ্বব্যাপী জ¦ালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপরও। ফলে, সরবরাহ কমে যাওয়ায় চলমান এ সংকট আরও ঘনীভ‚ত হয়েছে বলেও মত তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com