জ্যামাইকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৩০ ওভার। এর মধ্যে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছিল। কয়েক দফা ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের পর শেষমেশ ৫ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাট করতে নেমে দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। ১২ বলে ৩ রান করে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। তিনে নামা মুমিনুল হক ৬ বল খেললেও রানের খাতা খোলার আগেই বিদায় নেন। মাত্র ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপর দৃঢ়ভাবে পরিস্থিতিটা সামাল দেন শাহাদাত হোসেন দিপু এবং সাদমান ইসলাম। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন সাদমান। ১০০ বলে ৫০ রান করে টিকে আছেন টাইগার ওপেনার। আরেক প্রান্তে ৬৩ বলে ১২ রান করে অপরাজিত আছেন দিপু। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেছেন কেমার রোচ। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১—০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।