যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে নেপাল অনূর্ধ্ব—১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব—১৯ দল। আজিজুল হাকিম তামিমের অলরাউন্ড নৈপুণ্যে হেসেখে জিতেছে টাইগার যুবারা। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারের খেলা শেষে ১৪১ রানে অলআউট হয়েছে নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন আকাশ ত্রিপাঠী। এছাড়া উত্তম মাগার ৬৯ বলে ২৯ রান করেন। ৩৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন অভিষেক তিওয়ারি। এই তিনজন বাদে দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি আর কেউ। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন এবং রিজান হোসেন। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, সাদ ইসলাম এবং আজিজুল হাকিম। জবাব দিতে নেমে জাওয়াদ আবরারের ব্যাটে চড়ে ভালো শুরু পায় বাংলাদেশ দল। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি হাঁকান আবরার। দলের ৯১ রানের মাথায় আউট হওয়ার আগে ৬৫ বলে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। এরপর দলের হাল ধরেন ম্যান ইন ফর্ম অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শুরুতে কিছুটা ধীরে এগোলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হয়েছেন আজিজুল। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ফিফটিও। দলকেও নিয়ে যান জয়ের খুব কাছে। শেষ দিকে দ্রুত ২ উইকেট হারালেও তেমন কোনো সমস্যা হয়নি। তামিমের ব্যাটে চড়ে জয়ের বন্দরে পেঁৗছে যায় বাংলাদেশ। ১২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৭১ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তামিম। নেপালের হয়ে ৪ উইকেট নেন যুবরাজ খত্রি। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।