ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার অত্র বিদ্যালয়ের আয়োজনে, প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দীন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংসগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল,তিনি বলেন— জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতি আজীবন স্মরণ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খাদিজাতুল কোবরা কামিল মাদ্রাসার শিক্ষক মো. আব্দুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও বিদ্যালয়ের ৯বম শ্রেণির শিক্ষার্থী সিরাজুম মনিরা প্রমুখ। এসময় আরো ছিলেন— সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল—মামুন প্রমুখ। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দীন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন— বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
***********************—
ইয়ং টাইগার্স অ—১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট
১ম খেলায় ৪১ রানে জয় পেলো সাতক্ষীরা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ১ ডিসেম্বর ইয়ং টাইগার্স অ—১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট—২০২৪ এর উদ্বোধনী খেলা সাতক্ষীরা জেলা বনাম মাগুরা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান করে। সাতক্ষীরা জেলা দলের তুর্য ৩৬ ও রমজান ৩৪ রান করে। জবাবে মাগুরা জেলা ব্যাট করতে নেমে ৩৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। সাতক্ষীরা জেলা দলের হুরাইরা ৪টি ও বায়েজিদ ২টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ৪১ রানে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা দলের সাথে কোচ হিসাবে দলের সাথে অবস্থান করছেন আলতাফ হোসেন, ফজলুল করিম ও তারিকুজ্জামান। আগামী ৩ ডিসেম্বর সাতক্ষীরা জেলা বনাম মেহেরপুর জেলার মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি