দেবহাটা অফিস \ দেবহাটা ইছামতি নদী সাতরিয়ে আনা ফেনসিডিল এপারের মাদক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছানোর পর পরই একশত বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করলো স্বয়ং দেবহাটা থানা ওসি। ফেনসিডিল সহ গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলো সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বারী গাজীর পুত্র আল আমিন ও উপজেলা সদর সংলগ্ন গ্রামের সামাদ গাজীর পুত্র আশরাফুল। ইছামতি নদী এলাকা হতে গ্রেফতারকৃতদেরকে মোটর সাইকেল এ সময় পুলিশ জব্দ করে। দীর্ঘ দিনপর বড় ধরনের এই ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল ভোর বেলায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। উপজেলা সীমান্ত সংলগ্ন ইছামতি নদী পার হয়ে আসা ফেনসিডিল সহ মাদক স্থানীয় ব্যবসায়ীদের হাতে পুলিশের নজর এগিয়ে পৌছাতো। অভিযানের নেতৃত্বদানকারী ওসি হযরত আলী জামান পুলিশী অভিযান অব্যহত থাকবে এবং অপরাপর মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হবে।