এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টা থেকে শ্যামনগর সদর বাজারে এ মনিটারিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন এর নির্দেশনায় সরকারি পর্যায়ের সকল কর্মকর্তার উপস্থিতিতে বাজার মনিটরিং পরিচালিত হয়। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনীতি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নজমুল হুদা, ভেটেনারি সার্জেন ডাঃ সুব্রত কুমার, থানা অফিসার ইনচার মোঃ হুমায়ুন কবির মোল্লা, জামায়াত ইসলামী উপজেলা আমির মাওঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বাজারের ময়লা স্তূপ, অতিরিক্ত দাম এবং মূল্য তালিকা নির্ধারণের পাশাপাশি সকল ধরনের পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, মানুষদের সাথে নিয়ে সকল বৈষম্য দূর করে বাজারের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। দীর্ঘদিনের আদি যমুনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আদি যমুনা পরিষ্কারের কার্যক্রম চলবে। এছাড়া প্রতিটা বাজারে অবৈধভাবে যারা দখল করে রেখেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দখল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।