স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশ কল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার আয়োজনে এনজিও ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি ও আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ—পরিচালক সন্তোষ কুমার নাথ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ—পরিচালক পরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার,ইডা সংস্থার নির্বাহী পরিচালক আক্তার হোসেন, এনজেড সংস্থার নির্বাহী পরিচালক মনজুর হোসেন, মানব কল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ আবুল কালাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস। এর পূর্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।