বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘অন্তভূর্ক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’। খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০টি হুইল চেয়ার, দুই জনের মাঝে দুইটি ট্রাইসাইকেল, একজনের মাঝে কর্নার চেয়ার ও একজনের মাঝে টয়লেট চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে সভায় পিএইচটি সেন্টারের তত্ত্বাধবায়ক মোঃ আবিদ হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী বেদ, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার সোহেল রানা, হিচাক এর মাহবুবা চৌধুরী, হাইকেয়ার স্কুলের শাহ তারিকুল ইসলাম, সুবর্ণকার্ডধারি মোঃ আরিফুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রতিবন্ধী বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন। জেলা সমাজসেবা দপ্তরএই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাসভায় প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। সভায় জানানো হয়, খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ৫৪ হাজার ১৯৯ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করেছে। বয়স্ক ভাতা পাচ্ছেন এক লাখ ১২ হাজার দুইশত জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় সাতশত ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ৪৩ হাজার একশত ৪৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ভাতা সহায়তা পাচ্ছেন। ১৩ জন হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতার আওতায় এসেছে। বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা পাচ্ছেন ৪৮ হাজার আটশত ৮৫ জন, অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার চারশত ৮৯জন শিক্ষার্থী উপবৃত্তি ও ৩৯ জন বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার দুইশত ৮৭ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক পরিচালিত প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের সর্বশেষ তথ্য মতে সারাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩৫ লাখ ২১ হাজার ৬০৬জন। এর মধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও দুই হাজার ৯০৮জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধিতা ধরণ বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪০৮ জন, শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত একলাখ ৩২ হাজার ৭৩০জন, দৃষ্টি প্রতিবন্ধিতা চার লাখ ৭২ হাজার ৫০৫জন, বাক প্রতিবন্ধিতা দুই লাখ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা দুই লাখ ২৯ হাজার আট জন, শ্রবণ প্রতিবন্ধিতা এক লাখ ৪৭ হাজার ৫৭৭জন, প্রাবণ দৃষ্টি প্রতিবন্ধিতা ১৫ হাজার ৬৩জন, সেরিব্রাল পালিস এক লাখ ৩১ হাজার ১৩৯ জন বহুমাত্রিক প্রতিবন্ধিতা দুই লাখ ৪৫ হাজার ৯২৭ জন, ডাউন সিনড্রোম সাত হাজার একশত তিন জন। —তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com