মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা এমজেএফ প্রতিবন্ধি বিদ্যালয়ে “অন্তর্ভুক্তিূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অনুজা মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থি ছিলেন বা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও অভিভাবক আশরাফ হোসেন, অভিভাবক জাহানারা খাতুন, মিনতী রানী, অঞ্জলী দাসী প্রমুখ। সিডিডি’র সহযোগীতায় ও বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, সাদ্দাম হোসেন, শরিফা পারভীন, শিক্ষা সহায়ক রহিমা খাতুন, আবুল হুসাইন, স্থানীয় সমাজসেবক শহিদুল ইসলাম শেখ, ইউনুস শেখ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকগন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।