এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার নূরনগরে ২টি সাইকেল সহ এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মোহর আলী গাজীর পুত্র রাদিউল (৪২)। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকালে নূরনগর বাজার চলাকালীন সময় রতনপুর নাটুয়ারবেড় গ্রামের কলিমুদ্দিন ঢালীর পুত্র অফেজদ্দিন ঢালী সাইকেল রেখে বাজার সদাই করেছিল এ সময় সুযোগ বুঝে চোর সাইকেলটি চুরি করে নিয়ে যায় এবং এর আধা ঘন্টার মধ্যে নূরনগর মৎস্য আড়ৎ থেকে হরিনাগাড়ি গ্রামের মৃত মোঃ সোহরাব আলী গাজীর পুত্র মোঃ জাকির হোসেনের একটি সাইকেল চুরি হয়ে যায়। এ খবর জানাজানি হলে সাইকেলসহ চোরকে খুঁজতে কয়েকজন বেরিয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে নূরনগর ঋষিপাড়া সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে দুটি সাইকেল সহ দেখতে পায় এবং সাথে সাথে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এই দুইটি সাইকেল ছাড়াও বিগত দিনে অত্র এলাকা থেকে আরও কয়েকটি সাইকেল চুরির কথা সে স্বীকার করে। সাথে সাথে উপস্থিত জনগণ তাকে গণধোলাই দেওয়ার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান শ্যামনগর থানাকে অবগত করেলে থানা থেকে চোর ও চুরি হওয়া দুইটি সাইকেল এবং চুরির মামলায় বাদী হিসেবে সাইকেল মালিকদের থানায় পাঠানোর জন্য বলেন। দুঃখের বিষয় সাইকেল মালিক দুইজনের মধ্যে কেউই মামলার বাদী হতে রাজি হয়নি। এমনকি সাইকেল মালিকদের বলতে শোনা যায় সাইকেল গেলেও মামলার বাদী হবে না। এসব বিষয়ে পর্যবেক্ষণ করে নূরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ শেষমেষ মৌতলা ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে চোর রাদিউলের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুচলেখা নিয়ে চোরকে তার পরিবারের হাতে তুলে দেয়।