কলারোয়া প্রতিনিধি \ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তালা—কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বুধবার রাত ৮টায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঢাকার মহাখালী ডিওএইচএস অফিসে সাবেক এমপি হাবিব এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের হাতে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। আমান উল্লাহ আমান আন্তরিকভাবে পুষ্পস্তবক গ্রহণ করে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে শুভকামনা জানান। মতবিনিময়কালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলায় সকল দ্বিধা ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সম্মেলন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার রাত ৯টায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সেলফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে আমান উল্লাহ আমান সন্তুষ্টি প্রকাশ করে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা প্রত্যাশা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড্যাব নেতা ডা. শহিদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাতক্ষীরা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাগদীর আহসান রুবেল প্রমুখ।