কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমিকে) লাঞ্ছিত করার ঘটনায় অবশেষে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন নাজিমগঞ্জ বাজারের তিন ব্যবসায়ি। বুধবার দুপুর ১২টায় দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে শত শত ব্যবসায়িদের সামনে অভিযুক্ত ব্যবসায়ি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজাইমারি গ্রামের সুরাত আলী মোড়লের ছেলে সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম দোষ শিকার করে প্রকাশ্য ক্ষমা চান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজিমগঞ্জ বাজারে সাইদুর বস্ত্রালয়ের মালিকসহ বেশ কিছু ব্যবসায়ি সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাস স্বাক্ষরিত গত ১৫—১০—২৪ ও গত ও ২১—১১—২৪ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করেন। এক পর্যায়ে মঙ্গলবার সকালে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস থানার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উচ্ছেদ করার সময় বাজারের বেশ কিছু ব্যবসায়িসহ স্থানীয় ৫০—৬০ জন ভাড়াটিয়া নারী—পুরুষ সঙ্গবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। অবৈধ উচ্ছেদ অভিযানে গেলে উপজেলা সহকারী কমিশনারকে লাঞ্ছিত করে দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ তোলেন দোকান মালিক। ঘটনার পর দিন বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নিবার্হী কর্মকতার্ অনুজা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ^াস, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকতার্ ক্যাপ্টেন রাশেদ ও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সরেজমিনে ঘটনাস্থলে আসলে লাঞ্ছিতকারী তিন ব্যবসায়ি সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম জনসম্মুখে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় নিজ ইচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণসহ বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকতার্ সাংবাদিকদের বলেন, যেই ব্যাক্তি হোকনা কেন? সরকারি কাজে বাঁধা দিলে তার ক্ষমা করা হবে না।