শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত মুন্সি আফতাব উদ্দীন এর পুত্র আলহাজ¦ গোলাম মোস্তফা (৫৫) ব্রেন ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসারধীন অবস্থায় বুধবার সকাল ০৯.১৫ ঘটিাকার সময় নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নাল ইল্লাহি ওইন্না ইলাহি রাজিউন। তিনি ব্যক্তি জীবনে ১৯৮৫ সাল হতে খানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদসায় শিক্ষকতার পাশাপশি পশ্চিমপড়া জামে মসজিদে পেশ ইমান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুন্তে ৪ ভাই এক পুত্র তিন কন্যা সহ বহু গুনগ্রাহে রেখে যান। মরুহুমের জানাযা নামাজ বাদ আছর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। তার জানাযায় অজশ্র জনতা নামাজ আদায় করেন। জানায়ার নামাজ পরান মোহাদ্দিস রবিউল বাসার। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।