দেবহাটা অফিস।।দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর কে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ।মঙ্গলবার দেবহাটা থানা ওসি হযরত আলীর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল তাকে দক্ষিন পারুলিয়াস্হ বাসভবন থেকে গ্রেফতার করে। গতকাল গতাকে পুলিশ জেল হাজতে প্রেরন করেছে।দেবহাটা থানা ওসি হযরত আলী জানান মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে একাধিক মামলা তদান্থীন আছে।গত পাচ আগষ্টে শেখ হাসিনার পতন হলে অনান্য আওয়ামী লীগ নেতাদের ন্যায় তনি ও আত্নগোপনে চলে যায়।অবস্হান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযানে সে গ্রেফতার হয়।