এফএনএস: আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে। বৈঠকে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিবদের বৈঠকের এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন হবে ১০ তারিখে। হয়তো একদিন আগে হতে পারে অথবা ১০ ডিসেম্বর হবে। এটা খুব স্পষ্ট আমরা চাই ভালো সম্পর্ক। তবে সেটা দুই পক্ষ থেকে চাইতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা—দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় যখন দুই দেশ পররাষ্ট্র সচিবদের বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে তখন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এর আগে কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ থেকে বাংলাদেশের পতাকা পোড়ানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশলপুত্তলিকা পোড়ানোর ঘটনা ঘটেছে। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দিল্লি দুঃখ প্রকাশ করেছে। হাইকমিশনে হামলার পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। নিউইয়র্কের ওই আলোচনায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে কথা হয়। গত বছরের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়।