বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের টি—টোয়েন্টি দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

তারকা ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১৫ সদস্যের দলটির নেতৃত্বে হেনরিখ ক্লাসেন। পাকিস্তান সিরিজে বিশ্রামে থাকবেন এইডেন মার্করাম, মার্কো জানসেন, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্ট্যাবস। অন্যদিকে দলে ফিরছেন পেসার আনরিখ নরকিয়া এবং স্পিনার তাব্রাইজ শামসি। গত জুনে সর্বশেষ টি—টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন নরকিয়া এবং শামসি। দীর্ঘ বিরতির আবারও পাকিস্তান সিরিজ দিয়ে টি—টোয়েন্টি দলে ফিরতে চলেছেন এই দুই প্রোটিয়া ক্রিকেটার। এছাড়া দলে ডাক পেয়েছেন জর্জ লিন্ডে। তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২১ সাল। দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার নরকিয়াকে নিয়ে বলেছেন, ‘‘তার অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই ৫০ ওভারের ক্রিকেট খেলার প্রয়োজন নেই। তার আগে, এসএ টি—টোয়েন্টি এবং এই সিরিজে তিনি অনেক সক্রিয়। আমি তাকে নিয়ে চিন্তিত নই। সে তরুণ ক্রিকেটার নয়, তিনি তার খেলাটা বোঝেন।’’ ১০ ডিসেম্বর ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা—পাকিস্তান তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ। সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে সিরিজের বাকি দুই টি—টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর।

দক্ষিণ আফ্রিকার টি—টোয়েন্টি দল : হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কিউইনা মাফাকা, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, তাব্রাইজ শামসি, অ্যান্ডিল সিমেলেন ও রাসি ভ্যান ডার ডুসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com