শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষায় উত্তর সম্বলিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষায় উত্তর সম্বলিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষায় এই উত্তর দেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা জানা গেছে। সূত্রমতে, গত ২৫ নভেম্বর থেকে উপজেলাব্যাপী মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা উপজেলা শিক্ষক সমিতির সরবরাহকৃত অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা চলমান রয়েছে। উপজেলার ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে দুই—চারটি ছাড়া সকল মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ষষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা যথারীতি সকাল দশটায় শুরু হয়। ‘বেলি’ নামকরণের সেটের ২ ঘন্টা ৩০ মিনিট সময়সীমার ১০০ নাম্বারের এই প্রশ্নের পরীক্ষা বেলা সাড়ে ১২টায় শেষ হওয়ার কথা। বেলা ১২টার দিকে জানা যায়, ষষ্ঠ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রের এক দাগে ১৫ টি অতি সংক্ষেপে বা এক কথায় উত্তর দেওয়ার জন্য ১৫ টি প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেকটিতে এক নাম্বার করে ১৫ নাম্বার বণ্টন করা রয়েছে। এই প্রশ্নপত্রের অপর পাতায় ব্যবহারিক অংশের খ—বিভাগে এক দাগ উল্লেখ করে ১৫ টি প্রশ্নেরই উত্তর দেওয়া রয়েছে। যা ভীষণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপজেলার সকল অভিভাবকদের মাঝে। এ বিষয়ে আলাপকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ শাহী দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের জানান, বিষয়টি অনিচ্ছাকৃতভাবে প্রশ্নপত্রে এসে গেছে। এটির বিকল্প ভাবা হচ্ছে। তবে অনেকে ধারণা করছেন, গাইড বইয়ের পৃষ্ঠা অবিকল ফটোকপি করে প্রশ্নপত্র হিসেবে ব্যবহার করায় উত্তরগুলো চলে এসেছে। কেননা, গাইড বইয়ের পাতায় প্রশ্নপত্রের উত্তর দেওয়া থাকে। এ বিষয়ে কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, উপজেলায় এমপিওভুক্ত ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ের স্ব স্ব প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা। শিক্ষক সমিতির অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি তাঁদের জানা নেই। তবে বিষয়টি খেঁাজ নিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com