কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রায় উপজেলার বাগালী ইউনিয়নে কুশোডাঙ্গা গ্রামের শিক্ষক মোঃ আঃ মজিদ মোড়ল এর অনৈতিক কর্মকান্ডের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ফতেকাটি কুশোডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুশোডাঙ্গা ও ফতেকাটি গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মজিদ দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড করে আসছে। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে শিক্ষক আঃ মজিদ অনৈতিক কর্মকান্ড করে আসছে। এলাকবাসী বার বার তাকে নিষেধ করেও তা থেকে বিরত রাখতে পারছেনা। সম্প্রতি এলাকাবাসী এক মহিলার ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক করে। মানববন্ধনে বক্তরা চরিত্রহীন শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবী জানান। এতে বক্তব্য রাখেন গ্রামবাসীর পক্ষে বারিক গাজী, আঃ সবুর গাজী, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, রানা, নুর মোহাম্মাদ প্রমুখ।