আশাশুনি প্রতিনিধি \ “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার ১নং জোন (কুল্যা ও বুধহাটা) এর অর্থনৈতিক শুমারি—২০২৪ এর মূল শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ। এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রশিক্ষক ও ১নং জোনের জোনাল অফিসার তাপস কুমার বিশ্বাস, আইটি সুপার ভাইজার ওয়ালিউল্লাহসহ সুপারভাইজারবৃন্দ ও সকল তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন। জোনাল অফিসার তাপস কুমার বিশ্বাস জানান, আগামী ৮ তারিখ পর্যন্ত মোট ৪ দিন শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে। এ শুমারি কার্যক্রম সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।