বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় লক্ষ টাকার ৮ দলীয় নলতা ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় যশোর বাঁকড়া ফুটবল একাডেমির মুখোমুখি হয় হাজিপুর ইয়াং স্টার ক্লাব। খেলায় নির্ধারিত সময় শেষে হাজিপুর ইয়াং স্টার ক্লাব ৩-০ গোলে বড় জয় নিয়ে ফাইনালের টিকিট পেয়ে যান। খেলায় প্রথম গোলটি আশে আত্মঘাতীতে ও দ্বিতীয় গোল বিদেশি খেলোয়াড় ইব্রাহীম, তৃতীয় গোলটি করেন সাব্বির। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের বিদেশি খেলোয়াড় মোঃ ইব্রাহিম। ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবল আলম বাবলু, সহকারি হিসাবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও শহিদুল ইসলাম, ম্যাচ কমিশনার হিসাবে ছিলেন সুকুমার দাস বাচ্চু।¬¬¬¬¬¬ খেলায় উপস্থিত ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও নলতা ইউনিয়ন বিএনপি-এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আগামী ৯ ডিসেম্বর সোমবার বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ঈশ্বররীপুর স্পোটিং ক্লাব বনাম মহিষকুড় সূর্য্য সৈনিক ক্লাব।