দেবহাটা অফিস ॥ মহানমুক্তিযুদ্ধে ছয় ডিসেম্বর দেবহাটা হতে খান সেনারা বিতাড়িত হয় এবং দেবহাটা শত্রুমুক্ত হয়। গতকাল দেবহাটামুক্ত দিবসে উপজেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভা করে। সকালে বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয়দের অংশগ্রহণে র্যালী হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, ইদ্রিস আলী, জামসেদ আলম, আ: ওহাব প্রমুখ। বক্তারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন।