এফএনএস বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনীয় বাহিনীর আংশিক দখলে থাকা কুরস্ক অঞ্চলে নতুন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ দিয়েছেন। নাম আলেকজান্ডার খিনশতেইন। ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় খিনশতেইনের নাম ঘোষণা করেন পুতিন। তিনি বলেন, অগাস্ট থেকে ইউক্রেইনীয় বাহিনীর আংশিক দখলে থাকা ওই এলাকায় ‘সংকট ব্যবস্থাপনা’ প্রয়োজন। খিনশতেইনকে পুতিন বলেছেন, “আমি আপনাকে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের পদে নিয়োগ দিতে চাই। কেননা, এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সংকট ব্যবস্থাপনা প্রয়োজন।” তিনি আরও বলেন, “যেহেতু অঞ্চলটি শত্রুদের কাছ থেকে মুক্ত করা হচ্ছে। তাই অবশ্যই আবাসন ও সামাজিক পরিষেবাগুলো এবং সামগ্রিকভাবে অঞ্চলটির অর্থনীতি পুনরুদ্ধার করতে আরও বেশি কিছু করতে হবে।” পুতিন বলেন, আইনসভায় কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি খিনশতেইন দুই বছর রাশিয়ার ন্যাশনাল গার্ডের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। পূর্বে নিরাপত্তা বাহিনীতে কাজ করার অভিজ্ঞতার কারণে এ পদে তার কাজ করতে সুবিধা হবে। খিনশতেইন পুতিনকে বলেন, “তাদের এমন সব কিছু করতে হবে যাতে কুরস্ক অঞ্চলের বাসিন্দারা মনে করে তারা এ দেশেরই অংশ।” ওদিকে ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, অঞ্চলটির বর্তমান গভর্নর অ্যালেক্সেই স্মিরমনভ পদত্যাগ করেছেন। ইউক্রেইনীয় সেনারা অগাস্টে কুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে বেশ খানিকটা দখলে নেয়। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে দখল করা কিছু এলাকা মস্কোর সেনারা পুনর্দখল করেছে।