বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে নূরনগর বাজার পূজাম-প প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকা- ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এসময় উপস্থিতি ছিলেন শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ আলী আকবর, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, স্বাস্থ্য সহকারী হিমাংশু মন্ডল, স্বাস্থ্য সহকারী উত্তম রক্ষিত, আরাফাত হোসেন, আব্দুল সেলিম, তাপস সাহা সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।