এ্যাড: তপন কুমার দাস \ আশাশুনীর চাঞ্চল্যকর চন্দ্র শেখর হত্যা মামলার ধারাবাহিক স্বাক্ষ্য গ্রহন করে চলেছেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত। গতকাল হত্যা মামলাটির দুইজন গুরুত্বপুর্ণ স্বাক্ষী স্বাক্ষ্য গ্রহন করেছেন বিজ্ঞ আদালত। স্বাক্ষী দুইজন হলেন একমাত্র আসামী মোবাশশির হোসেন ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম কবির, এক দিকে চাঞ্চল্যকর অন্যদিকে হত্যা মামলা বিধায় আদালত রোজার দিনগুলোতেও অতি দায়িত্বশীল ও যতœশীলতার সাথে নিবিড় পর্যবেক্ষনে স্বাক্ষ্য গ্রহন করে চলেছেন এমন টি জানালেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এবং হত্যা মামলাটি পরিচালনাকারী বিজ্ঞ পিপি এ্যাড: আব্দুল লতিফ। গতকাল দুই জনের স্বাক্ষ্যগ্রহনের মাধ্যমে আদালত সর্বমোট চৌদ্দজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষ করলেন। বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের মামলা প্রমানের স্বার্থে আদালতে উপস্থাপন করেছেন। আদালত আগামী সাত এপ্রিল বৃহস্পতিবার যুক্তি তর্ক শুনানীর জন্য দিন ধার্য্য করেছেন। ২০২০ সালে চন্দ্র শেখর সরকারকে ঘেরের বাসায় হত্যা করে তার বন্ধু মোবাশশির হোসেন।