বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় অবস্থিত নাহার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গ্রাম ডাক্তার আর.এম.পি. ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ৭ ডিসেম্বর শনিবার বেলা ১২ টায় প্রশাসনের ধরপাকড়ের হাত থেকে নিরাপদ থাকার জন্য সকল গ্রাম ডাক্তারদেরকে অনলাইন ডাটাবেজ নিবন্ধন করার নিমিত্তে ও ত্রিবার্ষিক ইউনিয়ন কমিটি নবায়ন ও অনুমোদন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা ইউনিয়ন গ্রাম ডাক্তার আর.এম.পি. ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্রাম ডাক্তার আর.এম.পি. ওয়েলফেয়ার সোসাইটির কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক তাপস মন্ডল, ইনসেপ্টা ফার্মাটিউটিক্যাল লিঃ এর মামু-উর- রশিদ প্রমূখ। সভায় গ্রাম ডাক্তার আর.এম.পি. ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা ও বিভিন্ন এলাকার গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।