কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নবগঠিত কমিটির ১৫ সদস্যের পরিচিতি সভা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গনিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহ—সভাপতি ময়নুদ্দীন ও দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী খান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাহাত, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান বিপ্লব, দপ্তর ও প্রচার সম্পাদক আরিজুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, সদস্য শাহিনুর রহমান, নুরুজ্জামান, আশরাফুল ইসলাম আশা ও ইমরান হোসেন প্রমুখ। আলোচনা সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।