কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে জামিয়া এমদাদিয়া তালিমুল কুরআন মাদরাসার মসজিদে খানকায়ে ইমদাদিয়ার উদ্যোগে ইসলামী জোড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল আসর নামাজ বাদ ইসলামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আল্লামা অজীহুর রহমান সাহেবের সভাপতিত্বে মাসিক ইসলামী জোড় অর্থাৎ কুরআন ও হাদিসের আলোকে আত্মশুদ্ধি মূলক আলোচনায় শত শত উলামা ও দিন দরদী মুসলিম উপস্থিতে সভা অনুষ্ঠিত হয়। আত্মশুদ্ধি মূলক আলোচনা করেন হাফেজ মাওলানা আইয়ুব আলী, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আতিকুর রহমান মুফতি আব্দুল বারী, মাওলানা শহীদুজ্জামান, মুফতি হামিদুর রহমান, মুফতি লুৎফুর রহমান। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন মুফতি আবু বক্কর সিদ্দিক, হাফেজ হাবিবুর রহমান।