কয়রা (খুলনা) প্রতিনিধি \ আন্তর্জাতিক আলু গবেষণার তত্বাবধানে বন্যা দুর্গত খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ২৩৫ জন প্রান্তিক চাষীর মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদীপনের সহায়তায় গত রোববার প্রদীপন কয়রা ও পাইকগাছা অফিসে পুষ্টিগুণ সমৃদ্ধ কৃষক প্রতি ২৫০ পিচ করে মিষ্টি আলুর লতা বিতরণ করা হয়। তিনটি কমলা ও বেগুনি শ^াসযুক্ত বারি মিষ্টি আলু—৪, বারি মিষ্টি আলু—১২, বারি মিষ্টি আলু—১৭ ও বারি মিষ্টি ু—১৮ আলুর লতা অধিক পুষ্টি সম্পন্ন ও ক্যান্সার প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এ সময় আন্তর্জাতিক আলু গবেষণা খুলনা কেন্দ্রের গবেষক কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, প্রদীপন খুলনার ঋণ সমন্বয়কারী মোঃ মনির হোসেন, জেজেএস ইআরসিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এসএম হাফিজুর রহমান, প্রদীপনের এরিয়া ব্যবস্থাপক মোঃ জেনারুল হক, শাখা ব্যবস্থাপক বাসুকুজ্জামান, সিআইপি খুলনার টাটা কনসালটেন্ট মোঃ রিয়াজ সহ উপকারভোগি প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।