বিশেষ প্রতিনিধি \ পুকুরের পানিতে ডুবে আয়ান তোহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ আজিজুর রহমানের পুত্র। ৮ডিসেম্বর রবিবার সকাল ৭টার দিকে এঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, আয়ান তোহা প্রতিদিন তার দাদার সাথে বাজারে চায়ের দোকানে যেত। কিন্তু এদিন তার দাদা চা খেয়ে একা বাড়ি ফিরলে আয়ান তোহার কথা শুনলে তিনি বলেন আমিতো আজ একা গিয়ে ছিলাম। সেতো আমার সাতে যায়নি। এরপর খেঁাজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সাথে চা—বিস্কুট খেতে বাজারে যেতো। আজও যদি আমার সাথে যেতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আয়ান তোহার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।