বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশের স্বাদ পেলো বাঘিনীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

তৃতীয় ও শেষ ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১৫ রানের প্রয়োজন মিটিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করলো সফরকারী আয়ারল্যান্ড। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড নারী দল ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচ ১২ ও ৪৭ রানে হেরেছিলো টাইগ্রেসরা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। এ বছর টানা তিনটি দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা। এর আগে ঘরের মাঠে গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ এবং এপ্রিলে ভারতের কাছে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। এছাড়া এ বছর ঘরের মাঠে ১১টি টি-টোয়েন্টি খেলে একটিও জিততে পারেনি বাংলাদেশ নারী দল। সিলেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৩ রান করে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ বলে ১২ রান করেন ওপেনার মুরশিদা খাতুন। দ্বিতীয় উইকেটে আয়ারল্যান্ডের বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেন সোবহানা মোস্তারি ও শারমিন আকতার। ৫৮ বলে ৭১ রানের জুটি গড়ে ১৩তম ওভারে বাংলাদেশের রান ১শতে নেন দু’জনে। ১৪তম ওভারের চতুর্থ বলে দলীয় ১০৪ রানে শারমিনের আউটের পর পথ হারায় বাংলাদেশ। শেষ ৬ ওভারে মাত্র ১৯ রানে ৫ উইকেটের পতন হয় টাইগ্রেসদের। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪টি চারে শারমিন ৩৩ বলে ৩৪ এবং ৬টি বাউন্ডারিতে ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সোবহানা। টপ অর্ডারের পর বাকী ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। ওরলা প্রেন্ডারগাস্ট ২২ রানে ৪টি উইকেট নিয়েছেন। জবাবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। অষ্টম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার জান্নাতুল ফেরদৌস। ওপেনার এমি হান্টারকে ২৮ রানে থামান জান্নাতুল। দলীয় ৫৫ রানে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশের বোলাররা। ৭০ রানে চতুর্থ উইকেটে পতন ঘটায় তারা। এসময় অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইসকে ২১ এবং প্রেন্ডারগাস্টকে ১১ রানে আউট করেন লেগ-স্পিনার রাবেয়া খান। রানের খাতা খোলার আগেই রান আউট হন লি পল। পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটিতে আয়ারল্যান্ডকে লড়াইয়ে রাখেন লরা ডিলানি ও রেবেকা স্টোকেল। শেষ ২ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ২১ রান প্রয়োজন হয় আয়ারল্যান্ডের। ১৯তম ওভারের প্রথম বলে ২২ বলে ১৯ রান করা রেবেকাকে আউট করে জুটি ভাঙেন স্পিনার নাহিদা আকতার। ঐ ওভারের পরের পাঁচ বল থেকে ৬ রান তুলে আইরিশরা। লেগ-স্পিনার স্বর্ণা আকতারের করা শেষ ওভারের প্রথম বলে আউট হন আরলিনা কেলি। দ্বিতীয় বলে ২ রান নেন ডেলানি। তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিন চার মেরে আয়ারল্যান্ডের দারুণ এক জয় উপহার দেন ডেলানি। ৪টি বাউন্ডারিতে ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ডেলানি। রাবেয়া নিয়েছেন ২ উইকেট। ৫৪ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আইরিশ অলরাউন্ডার প্রেন্ডারগাস্ট। টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো নিগার সুলতানার দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com