বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিতাড়িত করা হবে -কলারোয়ায় সাবেক এমপি হাবিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় প্রধান অতিথি বলেন, নেতাকর্মীদের ধৈর্য ধরে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার যেতে হবে। বিএনপির কোন নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে। আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নামে দলবাজ, চাঁদাবাজি করা যাবে না। এমনকি কোন শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহসভাপতি বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল, ইব্রাহীম হোসেন, সাহাদাৎ হোসেন, মাফুজার রহমান খান চৌধুরী, মাস্টার আজিজুর রহমান, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম ডা. আব্দুল মজিদ,মমতাজুল ইষরাম চন্দন, বাকিবিল্লাহ শাহী, রুহুল আমিন, সিরাজুল ইসলাম, রাজু (সাবেককাউন্সিলর)শওকত হোসেন, যুবনেতা আব্দুল হাকিম সবুজ, প্রভাষক সালাউদ্দঅন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মোশাররফ হোসেন ছাত্র নেতা শাহাজালাল সাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বক্তবা সংগঠনের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত ৪ নেতার মৃত্যু, কেঁড়াগাছি ইউনিয় বিএনপি’র সভাপতি প্রয়াত শফিকুর রহমানের রুহের মাগফিরাত ও অসুস্থ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব,তার সহধর্মীনি বুকুল ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জিকেএমকে পাইলট হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন। এর আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল কলরােয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সামনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com