কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে অবসরপ্রাপ্ত বিডি আর সদস্য আব্দুল কুদ্দুস (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন) সোমবার বিকেল পৌনে ৪টায় দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মৃত অলিউল্লা গাজীর ছেলে ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। নিকট আত্মীয় আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম বলেন, আমার ভগ্নিপতি সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডারগাড (বিডিআর)-এ চাকুরী জীবন শেষে অবসরে যান। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে হঠাৎ অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।