পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা দৃষ্টি আই হসপিটালের আয়োজনে পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কুমিরা ইউনিয়ন ডাক্তারদেরকে নিয়ে মতবিনিময় সভায় সভপতিত্ব করেন, ডা: মেহেদী হাসান, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, প্রধান অতিথি বক্তব্য রাখছেন জনাব, ডাঃ মীর আশরাফুল কবীর, এম বি বি এস (আর ইউ) এম এস (অপথালমোলজি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, লং টার্ম ফেলো (গ্লু-কোমা) চক্ষু বিশেষজ্ঞ, গ্লু-কোমা ও ফ্যাকোমা ও ফ্যাকো সার্জন, কনসালটেন্ট, দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা, পাটকেলঘাটা থানা শাখার সভাপতি ডা: এস,এম হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক ডা: শফিকুল ইসলাম প্রমুখ।