বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় জামায়াতে ইসলামী নূরনগর ৪ নং ওয়ার্ড শাখার আয়োজনে ইউনিযন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার বাইতুলমাল সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নূরনগর শাখার সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নূরনগর শাখার সহকারী সেক্রেটারি মোঃ আশরাফুল আলম, মাওঃ আব্দুল আল মামুন, ৪নং ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী, সেক্রেটারি মোঃ রমজান হোসেন, ৪ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি রুহুল আমিন সহ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের কর্মী ও সমর্থকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী সংগঠনিক নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালনের আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হাবিবুর রহমান হবি।