স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার যৌথ আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় গতকাল সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, দুর্নীতি মানে অন্যায়ের কাছ থেকে বিরত থাকা। সকল অসামাজিক কাজ, হিংসা বিদ্বেষ সবকিছু দুর্নীতির শামিল। দুর্নীতি গণতন্ত্রকে বাধাগ্রস্থ ও উন্নয়ন ব্যাহত করে। ভালো মানুষ হতে হবে। নিজের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অন্যায় করব না, অন্যায় থেকে দূরে থাকবো। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে, আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিদের যথাস্থানে বসাতে হবে। সকলের সহযোগিতায় দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, খুলনা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, সহকারী পরিচালক ডা: প্রবীর মুখার্জি, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ কামাল রনি,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আজমল কবির, বি আর টি এর সহকারী পরিচালক কে এম মাহবুব কবির,ডি আই ওয়ান হাফিজুর রহমান,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রফিকুল হাসান, সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক আব্দুল ওহাব আজাদ,নাজমুল আরিফ, এনামুল কবির খান,শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস,সাকিবুর রহমান, রেবেকা সুলতানা, লিলি জেসমিন, শাহাবুদ্দিন প্রমুখ। এর পূর্বে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।