বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দ্রুতগতির দুই ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে বাবা-ছেলের মৃত্যু হয়। অন্যদিকে প্রায় একই সময় গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান এক ভ্যানচালক। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮)। অন্যদিকে গোমস্তাপুরে নিহত ভ্যানচালকের নাম মো. বাবর আলী (২৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্স আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে মিজানুর ও তার ছেলে সাগর বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ফুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মিজানুর ও সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর সাগর মারা যান। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। অন্যদিকে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, মো. বাবর আলী বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে একই দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে বাবর রাস্তায় ছিটকে পড়েন। এসময় চালক ট্রাকটি তার ওপর দিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com