এফএনএস: নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন। এছাড়া একই দিন সকালে নীলফামারীর গাছবাড়িতে ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি নীলফামারী পৌসসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।