সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লঙ্কা টি-টেন দল পেলেন সাব্বির রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

আসন্ন লঙ্কা টি-টেন লিগ মাতাতে যাচ্ছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাব্বির রহমান। এছাড়া রনি তালুকদার যুক্ত হয়েছেন কলম্বো জাগুয়ার্স দলে। লঙ্কা টি-টেন সুপার লিগের উদ্বোধনী সংস্করণে সাকিব আল হাসান, সৌম্য সরকার, রনি তালুকদারের পর দল পেলেন সাব্বির রহমান। তারকা অলরাউন্ডার সাকিবকে অবশ্য সরাসরি চুক্তি ড্রাফটের আগেই দলে যুক্ত করে গল মারভেলস ফ্র্যাঞ্চাইজি। এরপর প্লেয়ার্স ড্রাফট থেকে সৌম্যকে কিনে নেয় হাম্বানটোটা বাংলা টাইগার্স। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকায় সৌম্য মিস করবেন এই টুর্নামেন্ট। ফলে হাম্বানটোটা বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি এবার দলে যুক্ত করে সাব্বির রহমানকে। লঙ্কা টি-টেনে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সাব্বির। হাম্বানটোটা দলে সাব্বির সতীর্থ হিসেবে পাবেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদকে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলা টাইগার্স, সাব্বিরদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স। আজ বুধবার শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। ফাইনাল দিয়ে শেষ হবে ১৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com