কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের মনোসামাজিক পরিচর্যা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মসমাজিক পূর্ণবাসনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশ-এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায়, প্রকল্পের ম্যানেজার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইডা সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও শেখ আনোয়ার হোসেন প্রমূখ। সংশ্লিষ্ট ব্যাক্তিরা জানান, অগ্রগতির সংস্থা আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের জন্য একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করে আসছে।