কালিগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপনে কালিগঞ্জে মানববন্ধন কমূসূচি পালিত হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতা ওমর ফারুকের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী, নাগরিকদের মুক্তির দাবি, আ‘লীগ ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকা- ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের ইমন হাসান নাঈম, মনির হোসেন সোহাগ, সবুজ গোলদার, আরাফাত, খালিদ হোসেন, আব্দুল্লাহ আল আরিফ, ইমরান, আমিনুর রহমান, আল-আমিন, ইদ্দিস আলী, আবু হুসাইন সোহাগ, নয়ন, আব্দুর রব, রাসেল বাদশা প্রমুখ।