দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে রজনীগন্ধা মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে রজনীগন্ধা মহিলা-উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে সাধারণ সভায় সমিতির সকল সদস্য ও উপদেষ্টার উপস্থিতিতে বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দক্ষিণ শ্রীপুর রজনীগন্ধা মহিলা উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় সমিতির সেক্রেটারী তাসলিমা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের সিনিয়ার অপারেশন ম্যানেজার আশিষ হালদার, ইএমএসএস মইনুল ইসলাম, এএসএসও অমিতাব হালদার, ইউপি সদস্য আব্দুল গাজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রোকেয়া পারভীনসহ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও একই দিনে বিকাল ৩টায় মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দার নগর চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা।