স্টাফ রিপোর্টার ॥ গ্রাম আদালত কার্যক্রম জনসচেনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের সাতক্ষীরা (ডিডি এলজি) মাসরুবা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন এনডিসি ও এসি এলজি পলাশ আহমেদ। সমাজ সেবার সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, আবু সাঈদ, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, এসকে মুরাদুল হক, মোস্তাক আহমেদ, এসময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।