এফএনএস: যশোরের মণিরামপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে সড়কের পাশ থেকে ব্যবসায়ী জহুরুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। জহুরুল ইসলাম উপজেলার গেবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, জহুরুল ইসলাম মণিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে দীর্ঘদিন ধরে পাইপের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চিনাটোলা—কোনাকোলা সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের গলায় জখম ও থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার গালের অধিকাংশ দাঁত ভেঙে গেছে। এসময় মরদেহের পাশ থেকে তার (নিহত জহুরুল ইসলাম) ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হয়। নিহতের ভাই নজরুল ইসলাম জানান, তার ভাই প্রতিদিনের ন্যায় সকালে নাস্তা করে দুপুরে খাবার নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান। এরপর রাতে বাড়ি ফিরেন। কিন্তু ঘটনার রাতে বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে খেঁাজাখুঁজি করেন। পরদিন সকালে ভাইয়ের লাশ সড়কে পড়ে থাকার খবর জানতে পারেন। মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে কেউ আটক না হলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।