বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকাল ৩টায় থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা এর নেতৃত্বে পৌরসভা সদর হায়বাতপুর গ্রামের ফুলতলার একটি কাঁচা রাস্তার পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ রাইফেলের ৬০ রাউন্ড গুলি ও মামলার আলামতের একটি শ্যুটার গান উদ্ধার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হায়বাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ রাইফেলের ৬০ রাউন্ড গুলি ১টি অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর শ্যামনগর থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় থানা থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।