কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের কলারোয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার সময় পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের জেলা সমাজকল্যাণ সম্পদক আইয়ুব হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ—সভাপতি মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মেহেরুল্লাহ, কলারোয়া সভাপতি আনারুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ, আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স এসোসিয়েশন স্বাস্থ্য সেবায় সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে প্রাইভেট ক্লিনিক—হাসপাতালগুলো রোগীদের পরীক্ষা—নিরীক্ষায় রাজধানী ঢাকার চেয়ে অনেকটাই ছাড় দিচ্ছে। অনেক ক্ষেত্রে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বক্তারা স্বাস্থ্য সেবার মান অক্ষুন্ন রাখতে সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিকদের মালিকদের প্রতি অনুরোধ জানান। আমন্ত্রিত অতিথিরা আরোও বলেন, বেসরকারি খাতকে সরকার সহযোগিতা করছে। তাদের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র আপডেট রাখার জন্য তিনি অনুরোধ জানান। আলোচনা শেষে ৭ সদস্যদের নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ ভাবে অনুমোদন স্বাক্ষর করা হয়।