ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচের তিন ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। ৩ ইনিংসে দু’বার অপরাজিত থেকে ১৯৬ গড়ে ১৯৬ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, দ্বিতীয়টিতে ৬২ এবং শেষ ম্যাচে অনবদ্য ৮৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। সিরিজে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ও কেসি কার্টি। সিরিজ সেরা খেলোয়াড় রাদারফোর্ড ১টি সেঞ্চুরিতে ১৬৭ রান করেন। প্রথম ম্যাচে ১১৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রাদারফোর্ড। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬১ রান করেন কার্টি। চতুর্থ সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ২টি অর্ধশতকে ১৫২ রান করেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১১৩ রান করেছেন জাকের আলি।