আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছে। রাবাদা, ক্লাসেন, মিলার, মহারাজ, শামসি ফিরলেন ওয়ানডে দলে। পার্লে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড থেকে নয়টি পরিবর্তন এসেছে। যার মধ্যে যুক্ত হয়েছেন কাগিসো রাবাদা, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ এবং তাব্রাইজ শামসি, যিনি প্রায় এক বছর আগে ওয়ানডে খেলেছিলেন। আঠারো বছর বয়সী পেসার কোয়েনা মাফাকা স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড়। মাফাকা এই বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারী ছিলেন। পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ঘণ্টায় ১৫২ কিমি. গতিতে বল করে এবার ডাক পেলেন ৫০ ওভারের ফরম্যাটে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গারের মতো পেসাররা। নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে এরমাঝেই তিনি টেস্ট ক্রিকেট দিয়ে মাঠের খেলায় ফিরেছেন। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পার্লে প্রথম ম্যাচের পর কেপটাউনে দ্বিতীয় ওয়ানডে ১৯ ডিসেম্বর। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে, ২২ ডিসেম্বর। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকওয়ে, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, তাব্রাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।